মনেরই নেংটী এঁটে কর রে ফকিরি।
আমানতের ঘরে মনা
হয় না যেন চুরি ॥
এ দেশেতে দেখি রে ভাই
ডাকিনী যোগিনীর [ বাঘিনীর | ভয়
দিনেতে মানুষ ধরে খায়
থেকো [ রে ] হুঁশিয়ারী ॥
বারে বারে বলছি রে মন
করতে হবে আর সাধন
আকর্ষণে দুষ্ট মনকে
মারো ধরি ধরি ॥
নেংটী তোমার নড়বড়ে
কাজে দেখি ধড়ফড়ে
খাটবে না রে লালন ভেড়ে
টাকশালে চাতুরী ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...