আমার মনের দুঃখ যত গো
সখি প্রাণবন্ধে জানে
প্রাণবন্ধুর বিচ্ছেদে আমার
দুঃখ বয়ে আনে গো
সখি প্রাণবন্ধে জানে ॥
কুলনাশা বাঁশির ধ্বনি
আসে যখন কানে
উদাসিনী করে মোরে
বন্ধুর বাঁশির গানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥
বিচ্ছেদ জ্বালা বড় জ্বালা
সয় না আমার প্রাণে
করিম বলে বন্ধু পাইলে
কাজ নাই কুলমানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...