বড় সাধ করে গো সখি
পিরিত করেছি
আমি একূল সেকূল
দুই কূল ছেড়ে
প্রেমসাগরে ভেসেছি ॥
প্রেমসাগরের অতল জলে
বাও-বাতাসে ঢেউ খেলে গো
প্রাণবন্ধের নাম সম্বলে
হাইল ধরিয়া বসেছি ॥
সখি আমার চাওয়া-পাওয়া
সুখের ঘরে শূন্য দেওয়া গো
আমার শুধু নৌকা বাওয়া
যতদিন বেঁচে আছি ॥
বন্ধে যারে দয়া করে
অকূলে কূল দিতে পারে গো
করিম বলে প্রাণবন্ধুরে
পাই যদি প্রাণে বাঁচি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...