আর কতদিন গাইব গো সখি
প্রাণবন্ধুর গান
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হলো অবসান ॥
সখি আমি একা ছিলাম
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ছেড়ে দিলাম জাতিকুলমান
আপন জেনে প্রাণবন্ধুরে
সোনার যৌবন করলাম দান ॥
কাছে নিল ভালোবেসে
এখন থাকে দূর বিদেশে
পাগল বেশে কাঁদে মনপ্রাণ
দেখা দেয় না খবর নেয় না
করিয়াছে অভিমান ॥
সে যদি না করে স্মরণ
পাই না যদি যুগল চরণ
বাঁচন-মরণ দুইই এক সমান
আবদুল করিম অন্ধকারে
প্রাণবন্ধু আকাশের চান ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...