ওগো প্রাণ-সই
বন্ধু বিনে মনের বেদনা কারে কই
যার লাগি কলঙ্কের ডালা
হাতে তুলে মাথায় লই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥
বাঁচে না প্রাণ তারে ছাড়া
হয়েছি পাগলের ধারা
প্রেম করিয়া সর্বহারা
কুল ছেড়ে কলঙ্কী হই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥
আমায় ছেড়ে গেল দূরে
থাকে বন্ধু মধুপুরে
আশা দিয়া বন্ধে মোরে
গাছে তুলে নিল মই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥
আহার-নিদ্রা লয় না মনে
ভাবি তারে নিশিদিনে
বলে করিম দীনহীনে
কেমন করে বেঁচে রই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...