বলো সখি প্রাণপাখি
কোন দেশে রইল
এ জীবনে ভুলিবে না
আমারে কইল ॥

প্রেম করে গেল ছাড়িয়া
মন-প্রাণ নিল কাড়িয়া
আমারে প্রাণে মারিয়া
কার সঙ্গ লইল ॥

লাগলো গলে প্রেমের ফাঁসি
জগতে রইল হাসি
করে আমায় কুলবিনাশী
নিদারুণ হইল ॥

আশায় জীবন হলো গত
আশা পূর্ণ হইল না তো
প্রেম করিয়া আবদুল করিম
কত দুঃখ সইল ॥