প্রাণবন্ধু বিনে গো
সখি দুঃখ এল মনে
কুলমান নিল দুঃখ দিল
আমার প্রাণধনে গো
সখি দুঃখ এল মনে ॥

ফাঁকি দিয়া মন নিয়া
লুকাইয়া কোন বনে
রইল হাসি গলে ফাঁসি
প্রেম করে তার সনে গো
সখি দুঃখ এল মনে ॥

কথা দিয়াছিল বন্ধে
ভুলবে না জীবনে
তাই তো তারে মনে পড়ে
শয়নে-স্বপনে গো
সখি দুঃখ এল মনে ॥

প্রেমরতন অমূল্য ধন
করতে হয় যতনে
করিম বলে সুফল ফলে
সুজনে-সুজনে গো
সখি দুঃখ এল মনে ॥