ঘৃণা লজ্জা ভয় থাকিতে
প্রেম হবে না
যে করে আত্মসমর্পণ
তার প্রেমে আর গোল বাধে না ॥
প্রেমের বাতাস লাগে যার গায়
দেখলে তারে চেনা যায়
প্রমাণ দেয় ভাবভঙিমায়
আত্মসুখের ধার ধারে না ॥
পঞ্চরসে মাখা যেজন
রসিক সুজন সে মহাজন
অন্তরে তার পরশরতন
সে করে স্বরূপ সাধনা ॥
শুদ্ধপ্রেম যার ভাগ্যে ঘটে
আঁধারে তার চন্দ্র ওঠে
আবদুল করিম প্রেমের হাটে
সময়ে যাইতে পারল না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...