সাহস বিনা হয় না কখনো
প্রেম-পিরিতি
প্রেমে মন দিলাম প্রাণ দিলাম
করতে হয় এই প্রতিশ্রুতি।
প্রেমিকের নাই আশয়-বিষয়
করে না কুলমানের ভয়
তার ভাবে সে রয় সব সময়
জ্ঞান থইয়া পাগলের মতি ॥
প্রেমভাবে যে যারে চায়
লক্ষ্য স্থির হইলে সেথায়
আপনাকে হারিয়ে যায়
দেখিলে সেই রূপজ্যোতি ॥
বাউল আবদুল করিম বলে
প্রেমে বিচ্ছেদ ঘটিলে
ভাসিতে হয় নয়নজলে
কেউ হয় না এই দুঃখের সাথি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...