কালো রূপ দেখিতে চমৎকার
কী দিব রূপের তুলনা
নাই কিছু জগৎ মাঝার ॥

যে চায় কালো রূপের পানে
মনপ্রাণ সহিতে টানে গো
ভুলতে পারে না জীবনে
করে সদা হাহাকার ॥

মুছলে ছবি মিটে না তো
হৃদয়ে আছে ক্ষত গো
পোড়া প্রাণে দুঃখ যত
রূপ দেখলে থাকে না আর ॥

কালো আমার মাথার বেণি
কালো আমার চোখের মণি গো
করিম বলে কালো জানি
যে আমার কলিজার সার ॥