কও রে পথিক ভাই
তুমি নি দেখেছ আমার
প্রাণবন্ধু কানাই;
যার লাগিয়া পাগল হইয়া
কাঁদিয়া বেড়াই ॥

ভাই রে ভাই, হাতে বাঁশি মাথে চূড়া
পীতবসন পরা
নয়নে প্রেমের রেখা
মুনির মন হরা;
কী দিব রূপের তুলনা
ত্রিভুবনে নাই
রূপ দেখিয়া পাগল হইয়া
কুলে দিলাম ছাই ॥

ভাই রে ভাই, দেখে থাকলে কও রে
বন্ধু কোন দেশেতে আছে
কার ভালোবাসায় বন্ধু
ভুলিয়া রয়েছে;
দেখিলে জীবন বাঁচে
নইলে মরে যাই
অভাগিনী পোড়া প্রাণী
কী দিয়া জুড়াই ॥

ভাই রে ভাই, বন্ধু আমার ছেড়ে গেল
বাম হইল বিধি
আপন কর্মদোষে হারা
হলেম গুণনিধি;
পাগল আবদুর করিম বলে
ভেবে তনু ছাই
বন্ধু বিনে এক ভুবনে
আমার কেহ নাই ॥