প্রাণবন্ধু আসিতে গো
সখি আর কতদিন বাকি
চাতকপাখির মতো আমি
আশায় চেয়ে থাকি গো–
সখি আর কতদিন বাকি ॥
ভালোবেসে দুঃখ দেওয়া
ভালো হলো নাকি।
পাগল মনকে আর কতদিন
প্রবোধ দিয়ে রাখি গো–
সখি আর কতদিন বাকি ॥
নিবিড় রাতে কেউ নয় সাথে
একা যখন থাকি
কত কথা মনে পড়ে
ঝরে দুটি আঁখি গো–
সখি আর কতদিন বাকি ॥
আসবে ঘরে আশা করে
দিবানিশি ডাকি
করিম বলে দয়া হলেও
আসবে প্রাণপাখি গো–
সখি আর কতদিন বাকি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...