শোনো গো সজনী ভাবি দিন-রজনী
মনে তো বোঝে না বন্ধু ছাড়া
বিনে প্রাণপাখি কেমনে থাকি
ঝরে দুই আঁখি বহে ধারা ॥
ভালোবেসেছিল মন প্রাণ নিল
পরে ঠেলিয়া দিল পাগলপাড়া
তার আশায় রয়েছি কত দুঃখ সয়েছি
আমি যে হয়েছি প্রেমের মরা ॥
মনে ভাবি তাই আমার কেহ নাই
ছেড়ে গেল সবাই আপন যারা
প্রাণ বন্ধে বাসে ভিন আসিল দুর্দিন
করিম দীনহীন সর্বহারা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...