কিসের ভাবনা ভাব হাছন রাজা
দিন তা গেল তোর গইয়ে
কি ভাবিয়ে বসিয়াছ
কার পানে আছ চাইয়ে ॥
দিন তো গেল দিনের পথে,
রাত্রি আইল সাক্ষাতে ।
আন্ধাইর হইলে পারবে নারে,
পড়বে রে আছাড় খাইয়ে ॥
রাত্রি তো আসবে যখন,
হাছন কি করবে তখন ।
বাড়িত যাইতে পারবে না রে,
শীঘ্র হাছন চল ধাইয়ে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...