কি হইব মোর হাসরের দিন রে
ভাই মমিন।
মমিন হায়রে কি হইবে মোর
হাসরের দিন ॥
এই ভাবনায় মরে হাছন
বন্ধে নি বাসে ভিন।
আল্লাতালা কাজী হইয়া
বসিবা সিঙ্গাসনে।
নেকি বদি তৌলাইব
একথা উঠে মনে রে,
ভাই মমিন ॥
বিচার করিবা (গো) আল্লায়
নেকি বদি তৌলিইয়া।
হুকুম হইবে আমার
মরি তাই ভাবিয়া,
রে ভাই মমিন ॥
এই কথা মনে হইয়া,
হাছন রাজা আউলা ঝাউলা ॥
লক্ষণছিরির লেকে বলে
হাছন রাজা বাউলা,
রে ভাই মমিন ॥
হাছন রাজা কান্দন করে
কি হইবে উপায়।
(কেবল) দয়া করিয়া বন্ধে যদি
রাখে রাঙ্গা পায়,
রে ভাই মমিন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...