আপন খবর না যদি হয় ৷
যার অন্ত নাই
তাঁর খবর কে পায় ৷৷
যার অন্ত নাই
তাঁর খবর কে পায় ৷৷
আত্মারূপে কেবা,
ভান্ডেতে করে সেবা
দেখ দেখ যে বা
হও মহাশয় ৷৷
কে বা চালায় হারে,
কে বা চলে ফেরে
কেবা জাগে ধড়ে
কেবা ঘুমায় ৷৷
অন্য গোলমাল ছাড়
মনরে আত্মতত্ত্ব ঢ়োঁড়
লালন বলে তত্ত্ববিদের
কাজ নয় ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...