সোনা বন্ধের লাগিয়া,
মন কেন, এমত করে ।
হুতাস হুতাস করে মনে,
আর যে ছট্ফট্ করে ॥
বুঝিতে নাহি পারি আমি,
কিসে কি হইল মোরে।
তিলেক মাত্র পারি না গো,
ছাড়িয়া থাকতে ঘরে।
কি যে মনে কি হইয়াছে,
মনে কেন যাই তার কাছে।
ফিরি যাইরে পাছে পাছে,
কি যাদু কইরাছে মোরে ॥
হাছন রাজারে করছে টুটকা
মন প্রাণ হইয়াছে লটকা।
লাগাইয়া পিরীতের টিকা,
মন করিয়াছে আটকা রে ॥
লাগাইল পিরীতের ফন্দি,
হাছনজান তো হইল বন্দী
না জানিয়ে পিরীতের চন্দি
বায় আন্ধি দুন্ধি রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...