আলেক সাঁই আল্লাজী মিশে ৷
ফানা ফিল্লায় মোরা কেবা খুঁজে
নাহি পায় দিশে ॥
যার ধড়ে বসত করি
নিরাকার কি ডিম্বুয়ারি
আমি ওই তল্লাশে ঘুরে মরি
আছেন তিনি কোন্ ঘরে বসে ॥
মক্কার মরজেম যারে বলে
সেকি আহাদে আহাম্মদ মেলে
মুসাহেদায় কপাট পলে
থাকে গুরুর আরার পাশে ॥
যমন লোহাতে চমক ঠেকালে
চার রং যায় অমনি গলে
শিক্ষাগুরুর দয়া হলে
দেখা দেয় সে অনাসে ॥
লালেতে হয় মতির জন্ম
পানিতে হয় মাটির ধর্ম
লালন বলে ব্রক্ষান্ডের জন্ম
করলে না তার উদ্দিশ্যে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...