জান গে যা গুরুর দ্বারে
জ্ঞান উপাসনা।
কোন মানুষের কেমন কৃতি
যাবে রে জানা 

যার আশায় জগৎ বেহাল
তার কি আছে সকাল-বৈকাল
তিলক মন্ত্র না দিলে জল
ভ্রম্মান্ড রয় না 

পুরুষ পরশ মনি
কালাকাল তার কিসে জানি
জল দিয়ে সব চাতকিনি
করে সান্ত্বনা 

বেদ বিধির অগোচর সদায়
কৃষ্ণপদ্ম নিত্য উদায় | উদয় ]
লালন বলে মনের দ্বিধায়
কেউ দেখে দেখে না 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি