জান নারে পরম কারণ
শ্যামাশুদ্র মেয়ে নয়।
সে ঘেরি করিয়ে কখনো কখনো
পুরুষ হয় 

কভু হয় হরা কভু হয় হরি
কখনো হয় মা ধনুকধারী
কভু সরস্বতি কভু লক্ষ গোপী
কখনো কখনো জানকি হয় 

কভু বিন্দাবনে রাখালেরি সনে
কাননে ধেনু চরাই কতু কুঞ্জবনে
কভু বৃন্দাবনে আসি, বাজায় বাঁশি
ব্রজজনার মন হরে ন্যায় 

যে ভাবে যে করে ভজন
সেই সেই ভাব সে পায় দর্শন
তাই জেনে ফকির লালন ভণে
ছলনায় সেরূপ লুকায়ে দেখায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি