জান নারে পরম কারণ
শ্যামাশুদ্র মেয়ে নয়।
সে ঘেরি করিয়ে কখনো কখনো
পুরুষ হয় ॥
কভু হয় হরা কভু হয় হরি
কখনো হয় মা ধনুকধারী
কভু সরস্বতি কভু লক্ষ গোপী
কখনো কখনো জানকি হয় ॥
কভু বিন্দাবনে রাখালেরি সনে
কাননে ধেনু চরাই কতু কুঞ্জবনে
কভু বৃন্দাবনে আসি, বাজায় বাঁশি
ব্রজজনার মন হরে ন্যায় ॥
যে ভাবে যে করে ভজন
সেই সেই ভাব সে পায় দর্শন
তাই জেনে ফকির লালন ভণে
ছলনায় সেরূপ লুকায়ে দেখায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...