জান গে মানুষের করণ কিসে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
সহজ রাগের ঘরে বয় ॥
ভাটি স্রোত যার ফেরে উজন
তাইতে কি হয় মানুষের করণ
পরশনে না হলে মন
দরশনে কী পায় ॥
টলাটল করণ যাহার
পরশ গুণ কৈ মেলে তার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয় ॥
লোহায় সোনা পরশ পর্শে
মানুষের করণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর জ্বালা যায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...