জান গে মানুষের করণ কিসে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
সহজ রাগের ঘরে বয় 

ভাটি স্রোত যার ফেরে উজন
তাইতে কি হয় মানুষের করণ
পরশনে না হলে মন
দরশনে কী পায় 

টলাটল করণ যাহার
পরশ গুণ কৈ মেলে তার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয় 

লোহায় সোনা পরশ পর্শে
মানুষের করণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর জ্বালা যায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি