জান গে পদ্ম নিরূপণ।
কোন পদ্মে জীবের স্থিতি
কোন পদ্মে গুরুর আসন ॥
অধঃ পদ্ম ঊর্ধ্ব পদ্ম
নীলে নিত্য এই শাস্ত্ৰ
যে পদ্ম সাধকের বর্ত
সেই পদ্ম কেমন বরণ ॥
আড়া পদ্মের কুড়া ধরে
ভৃঙ্গ রতি চলে ফেরে
সে পদ্ম কোন দলের পরে
বিকশিত হয় কখন ॥
গুরুমুখে পদ্ম বাক্য
হৃদয় যার হয়েছে ঐক্য
জানে সে সকল পক্ষ
কহে দীনহীন লালন ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...