জানগে নূরের খবর যাতে নিরঞ্জন ঘিরা
নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা ॥
নূরে নবীর জন্ম হয়
সে নূরে গঠলো অটলময়
একাঙ্গুরা,
সেই নূরেতে মুকাম মঞ্জিল
উজালা করা ॥
আছে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সদায় সুচতুর
জীব যারা,
সেই নূরের হিল্লোলে বর্ষ হয়
নূর জহরা ॥
নিভবে যেদিন নূরের বাতি
ঘিঁরবে এসে কালদূতি
চৌ মহলা,
লালন বলে থাকবে পড়ে
খাকের পিঞ্জরা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...