জানগে বর্জোখ ভেদ পড়ে বিলায়েত
অচিনকে চিনবি ঐ বর্ভোখ ধরে।
নযুয়তে সব, অদেখা তপজপ্
বিলায়েতে দীপ্তকার দেখ নজরে 

বর্জোখে যার নাহি নেহারা
আখেরে সাঁইয়ের রূপ চিনবে কি তারা
নবী ছরওয়ার, বলছে বারংবার
প্রমাণ আছে তার হাদিস মাঝারে 

সেই প্রমাণ এখানে মানি
অদেখারে দেখে কেমনে চিনি
যদি চিনা যায়, তার বিধি হয়
আরেকজনকে সত্য বিশ্বাস করে 

নবুয়ত বিলায়েতে কারে বলা যায়
যে ভজে মুর্শিদ সেই জানতে পায়
লালন ফকির কয়, আরেক ধাঁধা হয়
বস্তু বিনে নামে পেট কই ভরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি