জানতে হয় আদম ছফির আদ্য কথা।
না দেখে আজাজীল সেরূপ
কিরূপ আদম গঠলেন সেথা ॥
আনিয়ে জেদ্দার মাটি
গঠলেন বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাটি
কোন চিজে তার গঠলেন আত্মা ॥
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরী গড়ে
মাঝখানে হাতনে কল জুড়ে
কীর্তিকর্মা বসলেন সেথা ॥
আদমি হইলে আদম চেনে।
ঠিক নামায় সে দেল কোরানে
লালন কয় সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সুঁতা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...