না হলে মন সরলা কি ধন মেলে।
কোথায় ঢুঁড়ে।
হাতে হাতে বেড়াও কেবল
তওবা পড়ে ॥
মুখে যে পড়ে কালাম, তাইরি সুনাম
হুজুর বাড়ে;
ও যার মন খাঁটি নয়, বাঁধলে কি হয়।
বনে কুঁড়ে ॥
মক্কা মদিনা যাবি, ধাক্কা খাবি
মন না মুড়ে,
হাজী নাম পাড়ানোর লভ্য কেবল
জগৎ জুড়ে ॥
মন যার হয়েছে খাঁটি, মুখে যদি
গলদ পড়ে;
তাতে খোদা নারাজ নয় রে
লালন ভেড়ে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...