না পড়িলে দায়েমী নামাজ
সে কি রাজী হয়।
কোথায় খোদা কোথায় সেজদা
করি সদায় 

বলেছে তার কালাম কিছু
আত্তা আবুদু ফান্তা রাহু
বুঝিতে হয় বোঝ কেহ
দিন বয়ে যায় 

এক আয়েতে কয় তাফাক্বারুণ
বোঝ তাহার মানে কেমন
কলুর বলদের মতন
ঘুরার কার্য নয় 

আঁধার ঘরে সর্প ধরা
সাপ নাই প্রত্যয় করা
লালন তেমনি বুদ্ধিহারা
পাগলের প্রায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি