না জেনে ঘরের খবর
তাকাও আসমানে।
চাঁদ রয়েছে চাঁদে ঘেরা
ঘরের ঈশান কোণে 

প্রথমে চাঁদ উদয় দক্ষিণে
কৃষ্ণপক্ষ অধঃ হয় বামে
দেখ শুক্লপক্ষে নেমে
কেমনে যায় দক্ষিণে 

খুঁজিলে আপন ঘরখানা
পাবে সকল ঠিকানা
বার মাসে চব্বিশ পক্ষ জানা
অধর ধরা তার সনে 

স্বর্ণচন্দ্র মণিচন্দ্ৰ হয়
তাহাতে বিভিন্ন কিছু নয়
এ চাঁদ সাধলে সে চাঁদ মেলে
লালন কয় সাধো নির্জনে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি