নাপাকে পাক হয় কেমনে।
জন্মবীজ যার নাপাকে হয়
কয় মৌলভীগণে 

কেতাবে খবর জানা যায়
নাপাক জ্বলে জান পয়দা হয়
ধুলে কি তা পাক করা যায়
আসল নাপাক যেখানে 

মানুষের বীজে হয় না ঘোড়া
ঘোড়ার বীজে হয় না ভেড়া
যে বীজ সে-ই গাছ মুল্লুক জোড়া
দেখতে পাই নয়নে 

ভিতরে লালসার থলি
উপরে জল ঢালাঢালি
লালন কয় মন-মুছল্লি
কেন হয় না তোর মনে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি