মনেরে আর বুঝাই কিসে
ভব-যাতনায় আমার জ্ঞানচক্ষু আঁধার
ঘিরিলো যেমন রাহুতে এসে।
যেমন বনে আগুন লাগে দেখে সর্বলোকে
মন আগুন কে দেখে মনকুঠা ফেঁসে 

গুণে আনি দেওয়া হয়ে যায় রে কুয়ো
তেমনি আমার সকল কর্ম ভূয়ো
কারে শুধাব এ কথা, কে ঘুচাৰে ব্যথা
মন আগুনে মন দগ্ধ হতেছে 

যে আশায় আমার ভবে আসা হল
অসার ভাবিয়ে জনম ফুরাল
পূর্বে যে সুকৃতি ছিল, পেলাম সেহি ফল
না জানি কি আর হবে রে শেষে 

এ ভুবনে বিধি বড় বল ধরে
কর্মফাঁসে বেঁধে মারিলো আমারে
কেঁদে লালন ফকির সদায়, দিচ্ছে গুরুর দোহাই
আর যেন না আসি এমন দেশে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি