মনে এখনো সাধ আছে
আল ঠেলা বলে।
চুল পেকে হয়েছে হুড়ো
চামড়া বুড়োর ঝুলমুলে ॥
গায়ে ভন্ম মেখে লোকেরে দেখাও
মনে মনে মন কলাটি খাও
তোমার নাই সবুরী, চাম কুঠরি
ছাড়বি রে আর কোনকালে ॥
হেঁটে যেতে হাঁটু নড়বড়ায়
তবু যেতে সাধ মন বারপাড়ায়
চেংড়ার সুমার বুদ্ধি তোমার
ভুচ কুয়ারা জানালে ॥
কেউ বলে পাগলা বুড়া পীর
আমার মন রয় না স্থির
মন কি মুনাই নইলে কি ভাই
লালন কয় ভুরো সিজাই অকালে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...