কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে ৷৷
কিসের লাগি সদাই জাগি,
কাহার কাছে কী ধন মাগি—
তাকাই কেন পথের পানে ৷৷
দ্বারের পাশে প্রভাত আসে,
সন্ধ্যা নামে বনের বাসে ৷
সকাল-সাঁঝে বাঁশি বাজে,
বিকল করে সকল কাজে—
বাজায় কে যে কিসের তানে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...