মরণ কালেরে, কে যাইবে তোর সঙ্গে ।
তুমি তো ভুলিয়া আছ,
স্ত্রী পুত্রের রঙ্গে ॥
কিসে কি কররে মন
কিসে কি কররে মন
আঙ্গে আর ডাঙ্গে।
স্বামীর সেবা না করিলে,
স্বামীর সেবা না করিলে,
ধরাইব নি লাগে ॥
স্বামীর সেবা না করিলায়,
স্বামীর সেবা না করিলায়,
দিন গেল গইয়া।
বেভুলে মজিয়া রইলায়,
বেভুলে মজিয়া রইলায়,
কার দিকে চাইয়া ॥
আমারে ভাসাইলায় গো আল্লা
আমারে ভাসাইলায় গো আল্লা
সুর্যা নদী গাঙ্গে।
ভাসিয়া ভাসিয়া হাছন রাজা
ভাসিয়া ভাসিয়া হাছন রাজা
তোমার চরণ মাঙ্গে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...