আমায় থাকতে দে-না আপন-মনে ৷
সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে ৷৷
কথার পাকে কাজের ঘোরে
ভুলিয়ে রাখে কে আর মোরে,
তার স্মরণের বরণমালা
গাঁথি বসে গোপন কোণে ৷৷
এই-যে ব্যথার রতনখানি
আমার বুকে দিল আনি
এই নিয়ে আজ দিনের শেষে
একা চলি তার উদ্দেশে ৷
নয়নজলে সামনে দাঁড়াই,
তারে সাজাই তারি ধনে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...