কৃষক মজুর ভাই সবারে জানাই
কী পেয়েছ রয়েছ কার আশে
শোষণের ফাঁদে পড়ে জনগণ কাঁদে
স্বৈরাচার মনানন্দে হাসে রে ॥

কী বলিব গান বাঁচিবে কি প্রাণ
রক্ষক যদি ভক্ষক হয় আপন দেশে
কপাল পোড়া দেশের গরিব যারা
পড়েছে কালের করাল গ্রাসে রে ॥

দেশের মা-বোন ঐ কাদিতেছে শোন
ক্ষুধার আগুন নিভাবে কিসে
প্রাণে বাঁচা দায় একমুঠো অন্ন নাহি পায়
মনোব্যথায় চোখের জলে ভাসে রে ॥

হিন্দু-মুসলমান এক মায়ের সন্তান
গেল কত প্রাণ বিদ্বেষে
বাঁচতে যদি চাও এক হয়ে দাঁড়াও
কৃষক-মজুর মিলে মিশে রে ॥

আবদুল করিম কয় জনগণের জয়
হইবে নিশ্চয় অবশেষে
সোনার বাংলাদেশ ভাই রে করিয়াছে শেষ
জুলুম শোষণ সুদ আর ঘুষে রে ॥