আমার  সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায় 
আমি  তার লাগি পথ চেয়ে আছি
পথে যে জন ভাসায় ৷৷

যে জন  দেয় না দেখা যায় যে দেখে—
ভালোবাসে আড়াল থেকে—
আমার  মন মজেছে সেই গভীরের
গোপন ভালোবাসায়  ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী