বিরহ মধুর হল আজি মধুরাতে ৷
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে ৷৷
ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে ৷৷
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে ৷
কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে,
বাজে মন মঞ্জীররাজি সাথে সাথে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...