এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া
নামল বৃষ্টি থামল না আর বর্ষা গেল হইয়া রে
নিদারুণ দুঃখ লইয়া ॥

তেরোশো পঁচানব্বই সন এল রে হাসিয়া
জ্যৈষ্ঠ মাসে কর্মদোষে বিরূপ গেল হইয়া রে ॥

বন্যার জলে নিল প্রথম ইরি ধান ডুবাইয়া
আউশ-আমন আলু-বাদাম কিছুই গেল না থইয়া রে ॥

ঝড় বৃষ্টিতে দিল কত ঘর-বাড়ি ভাঙিয়া
কত অমূল্য জীবন গেল বিপাকে পড়িয়া রে ॥

হাঁস-মোরগ গরু-ছাগল কত গেল মরিয়া
বন্যার জলে নিল কত গ্রাম ঘর ভাসাইয়া রে ॥

মজুতদারে মুচকি হাসে মহা সুযোগ পাইয়া
দ্রব্যমূল্য বেড়ে উঠল ধাউ ধাউ করিয়া রে ॥

ভাটি এলাকাবাসী অবস্থা দেখিয়া
আতঙ্কিত হয়ে গেল বিপদ ভাবিয়া রে ॥

গ্রামের পর গ্রাম ঢেউয়ের জলে নিল রে ভাঙিয়া
লাখ লাখ মানুষ কাঁদে অসহায় হইয়া রে ॥

বিপদে বান্ধব নাই রে কারে কী যাই কইয়া
আপন নিয়ে ব্যস্ত সবাই হতাশায় পড়িয়া রে ॥

করিম কয় মন ভালো নয় ভবিষ্যৎ ভাবিয়া
দিনমজুরের মজুরি নাই বাঁচবে কী করিয়া রে ॥