এবার ভোট কারে দিবে
ভোট দেওয়া দায়িত্ব মোদের ভোট যখন দিতে হবে
এবার ভোট কারে দিবে ॥

শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা হলে পরিষ্কার
হবে না জুলুম অত্যাচার নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে
এবার ভোট কারে দিবে ॥

ভোট দাও সুবিচারের বলে, যে ভোটে সুফল ফলে
স্বৈরাচার উৎখাত হলে খাঁটি গণতন্ত্র পাবে
এবার ভোট কারে দিবে ॥

উৎখাত হলে স্বৈরাচার আসবে জনতার অধিকার
শোষকের সমাজ ব্যবস্থার পরিবর্তন করে নিবে
এবার ভোট কারে দিবে ॥

দেশে গণতন্ত্র চাই অন্য কোনো কথা নাই
অধিকার আদায়ের লড়াই, এই লড়াইয়ে জিততে হবে
এবার ভোট কারে দিবে ॥

মুক্তিযুদ্ধ করেছি, আজো সেই যুদ্ধে আছি
অধিকার বঞ্চিত হয়েছি, সেই অধিকার পাব কবে
এবার ভোট কারে দিবে ॥

দেশপ্রেমিক শোষিত সবে একযোগে যখন চলিবে
শোষণমুক্ত সমাজ হবে, সবাই তখন সুখে রবে
এবার ভোট কারে দিবে ॥

টাউট দালালের কথায় ভুলিও না লোভলালসায়
শত্রু যদি সুযোগ পায় বিশৃঙ্খলা ঘটাইবে
এবার ভোট কারে দিবে ॥

করিম কয় নাই জ্ঞাতিগোত্র, যারা বাংলা মায়ের পুত্র
কেবা শত্রু কেবা মিত্র বিচার করে চলতে হবে
এবার ভোট কারে দিবে ॥