উন্দুর মারো রে দেশের জনগণ
উন্দুরে করিতেছে বড় জ্বালাতন
ও ভাই, উন্দুর মারো রে ॥
উন্দুরে ফসলের ক্ষতি করে নিশিদিন
দেশেতে খাদ্যের অভাব করিতে হয় ঋণ
ও ভাই, উন্দুর মারো রে ॥
উন্দুরের সংখ্যা বাড়িলে হইবে বিপদ
উন্দুর মারো রক্ষা কর জাতীয় সম্পদ
ও ভাই, উন্দুর মারো রে ॥
কত কঠিন রোগ জীবাণু উপুরে ছড়ায়
রোগে ভুগে কত মানুষ দুঃখ কষ্ট পায়
ও ভাই, উন্দুর মারো রে ॥
উন্দুর মারো পুণ্য করো আবদুল করিম বলে
উন্দুর হয় মানুষের শত্রু মারো কলকৌশলে
ও ভাই, উন্দুর মারো রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...