কথা দিয়া কথা রাখলা না
ও সোনা বন্ধু রে...
কথা দিয়া কথা রাখলা না
সোনা বন্ধু রে ॥
এই কি ছিলো তোমার কথা
বক্ষ ভইরা দিবা ব্যথা
ব্যথা দিতে একবার ভাবলা না ॥
নিজে ব্যথার গন্ধ মাখলা না
সোনা বন্ধু রে....
কার বা কুমন্ত্রণায় পড়ি
গেলা তুমি আমায় ছাড়ি
ছাইড়া যাইতে ফিইরা চাইলা না ॥
তুমি আমার হইয়া থাকলা না
সোনা বন্ধু রে....
কেঁন্দে কয় পাগল হাসানে
শেল মারলা বুক বাইন্ধা পাষানে
শেল মারিতে একবার ভাবলা না ॥
বন্ধু কইয়া আমায় রাখলা না
সোনা বন্ধু রে....
তুমি কথা দিছলা আমার হইবা
তুমি আমার হইয়া রইবা
এই দুনিয়াই আমার হইলা না ।
সোনা বন্ধু রে....
Song: Kotha diya kotha rakhlana
Lyrics, Tune, Singer: Pagol Hasan
1 মন্তব্যসমূহ
মানে যাইও নারে বন্ধু
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...