হাওর এলাকাবাসী
ভাইবোনেরা
পাড়াগাঁয়ে বসত করি
চৌদিকে সমস্যা ঘেরা ॥

হাড়ভাঙা খাটনির বলে
জমিতে যে ফসল ফলে
ডুবাইয়া নেয় বন্যার জলে
দায় হয়েছে রক্ষা করা ॥

ফসল রক্ষা না হয় যদি
বাঁচার কি আছে বিধি
গরিবের নাই দরদি
আগে মরবে গরিব যারা ॥

ফসল রক্ষা হয় যেভাবে
সেই ব্যবস্থা করতে হবে
খাইতে হবে বাঁচতে হবে
উপায় নাই তো কৃষি ছাড়া ॥

বন্যা নিরোধ হলো না রে
বিপদ আসে বারে বারে
এই দুঃখ বলিব কারে
দিনে দিনে সর্বহারা ॥

দেশপ্রেমিক সরকার বিনা
এইসব কথায় কান দিবে না
অন্যের আশায় কাজ হবে না
করিম কয় নিজের পায় দাঁড়া ॥