হারা জিনিস ফিরে পাবে
একযোগে সব চল রে চল
চল রে কৃষাণ চলবে মজুর
চল রে সর্বহারার দল ॥
সোনার বাংলা শস্যশ্যামলা
তোমরাই ফলাও সোনার ফসল
আজ কেন রে উপবাসে
ঝরে তোদের চোখের জল ॥
তোরা যে মায়ের খাঁটি সন্তান
তোদেরই সব শক্তিবল
হাড়খুটা পরিশ্রম করো
সহ্য করে রোদ-বাদল ॥
বাঁচতে হলে সবাই মিলে
মনকে করে নেও সরল
এক হলে আর নাই ভাবনা
বলে রে করিম পাগল ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...