মনের বেদনা
তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু
অন্যে জানে না
যা ইচ্ছা তা করো মোরে
কে করবে মানা ॥
জন্ম দিলা এ সংসারে
গরিব কৃষক পরিবারে
দারিদ্র্যের কবলে পড়ে কত লাঞ্ছনা
জানি না কী ইচ্ছা তোমার
দিলা অর্ধাহার-অনাহার
শিক্ষাদীক্ষা নেওয়া আমার
ভাগ্যে হলো না ॥
বসত করি কুঁড়েঘরে
কত কথা মনে পড়ে
বেঁচে থাকব কেমন করে করি ভাবনা
বাধ্য আছি তোমার মতে
চাই না আমি রাজা হতে
উজানধল গাছতলাতে
আছে ঠিকানা ॥
যা ইচ্ছা তা করো তুমি
তোমারে কী বলবো আমি
তুমি তো অন্তর্যামী সব তোমার জানা
বাউল আবদুল করিম বলে
এ জীবন অন্ত কালে
চরণছায়া পাব বলে
মনে বাসনা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...