মনের দুঃখ বলবো কারে
কেন যে বারে বারে পরে যাই ঘোর আঁধারে ॥
ভারত বিভক্ত হলো পাকিস্তান চলে এল
স্বৈরাচারে সুযোগ নিল ষড়যন্ত্র করে
রাষ্ট্রভাষা উর্দু হবে বলে তাহার পরে
ছাত্রগণ করে জীবনপণ ভাষার জন্য লড়াই করে ॥
পরে এল আইয়ুব শাসন সুখ-দুঃখ করে বরণ
তখন দেশের জনগণ ছিল ধৈর্য ধরে
বিভেদ বৈষম্যনীতি মন যাহা চায় করে
আসিল গণআন্দোলন উনিশশো উনসত্তরে ॥
পাকসেনার আগ্রাসন এল লাখ লাখ জীবন গেল
সোনার বাংলা স্বাধীন হলো নয় মাস যুদ্ধের পরে
বুক ভরা ভরসা ছিল দেশবাসীর অন্তরে
স্বৈরাচার চেপে বসলো শহীদদের রক্তের উপরে ॥
নিদারুণ স্বৈরশাসনে সীমাহীন নির্যাতনে
হতাশা এসেছে মনে প্রতারণায় পড়ে
বাংলার সাধারণ মানুষ নিরাশার আঁধারে
প্রতারক দল করে কৌশল দুঃখ দিল বারে বারে ॥
জনগণের মূল মন্ত্র সবাই চায় গণতন্ত্র
আসবে বলে ডাক পড়েছে মানুষের অন্তরে
পাখি ডাকে রাত পোহাবে আঁধার যাবে দূরে
ঊষালগ্নে জেগে উঠো মা বলে আঁখি খোল রে ॥
গণতন্ত্রে উত্তরণে দেশপ্রেমিক সর্বজনে
চলতে হবে খাঁটি মনে ধৈর্য ধারণ করে
ঐক্য শান্তি আইন-শৃংখলা শক্ত করে ধরে
সাহস করে চলতে হবে এই কঠিন কর্ম-উদ্ধারে ॥
দোদুল্য মনোভাব ছাড় নিজে নিজের দেশকে গড়ো
গণতন্ত্র কায়েম কর দুঃখ যাবে দূরে
এছাড়া যে উপায় নাই আর পড়েছি আঁধারে
আর কতদিন থাকবে করিম শোষকের কারাগারে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...