নূতন বৈশাখ মাসে
শুভ দিন আসবে বলে সবাই ছিল আশার আশে ॥
নূতন দিন নুতন বাণী নূতন গান নূতন রাগিনি
নূতন ভাবে সাজবে সবাই নূতন পরিবেশে
হাওর দেখ কী শোভাময় নূতন ধানের শীষে
আশায় সবাই বুক বেঁধেছে উদয় রবি ভাগ্যকাশে ॥
কৃষকের পেরেশানি আসলে ফসলহানি
জীবন নিয়ে টানাটানি প্রাণ বাঁচাবে কিসে
যাদের সম্বল ছিল লাঙল–হলো হারা দিশে
দিন মজুরের মজুরি নাই তারা মরে উপবাসে ॥
হাড়ভাঙা খাটনির বলে জমিতে যে ফসল ফলে
শিলাবৃষ্টি বন্যার জলে সমূলে বিনাশের
কালবৈশাখীর ঝড় আসিবে কৃষক মরে ত্রাসে
মজুতদার কালবাজারী তারা তখন মুচকি হাসে ॥
বাংলার মাটি আজো সিক্ত বৃথা গেল এত রক্ত
হলেম না শোষনমুক্ত মরি হা-হুতাশে
বাঁচার লড়াই করতে হবে শপথ নেও সাহসে
শান্তি আনতে চাও যদি হতভাগা বঞ্চিত দেশে ॥
বাঁচতে হলে রাস্তা ধরো শোষণমুক্ত সমাজ গড়ো
প্রাণপণে চেষ্টা কর কৃষক মজুর মিশে
শোষিত বঞ্চিত যারা চলো এক বিশ্বাসে
করিম বলে হইবে জয় মুক্তি অবশেষে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...