স্থান নয় আমার দালান কোঠায়
ভালো আছি গাছতলায়
এ ভবের খেলাঘরে
ভালোবাসা প্রাণে চায় ॥
ভাব-ভক্তি অন্তরে আসে
প্রাণ জুড়ায় খোলা বাতাসে
সবার সঙ্গে মিলে মিশে
আছি এই ভবের খেলায় ॥
ধানের দেশে গানের দেশে
কৃষক মজুরের দেশে
দেশকে যারা ভালোবাসে
আশায় আছি তাদের বেলায় ॥
উপায় নাই তো কৃষি ছাড়া
আসে বন্যা নইলে খরা
চৌদিকে সমস্যা ঘেরা
মন কাঁদে ভজ্বালায় ॥
জীবনলীলা সাঙ্গ হলে
জানি না কই যাব চলে
বাউল আবদুল করিম বলে
সুখ-দুঃখে কাদায় হাসায় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...