কি হইল মম প্রেমজ্বালা,
জ্বলে, জ্বলে, জ্বলে।
অন্তরে বাহিরে জ্বলে.
কলে, কলে, কলে ॥
না জানি কি করিয়ে মন
ভুলাইল ছলে।
পাইলে তারে বেন্ধে রাখব
গলে, গলে, গলে ॥
জানি না পিরীতের জ্বালা,
কি করিয়ে জ্বালাইলে।
হায় হুতাশন প্রেমের জ্বালা,
মাইলে, মাইলে মাইলে ॥
প্রেমের ছটকা লাগাইয়া
প্রাণ কেড়ে নিলে ।
প্রেম উদাসী হাছন রাজা
বলে, বলে, বলে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...