পিরীত করিয়ে, পিরীত করিয়ে
মোর মন উদাসী।
প্রাণ গেল প্রাণ গেল,
বন্ধুরে ভালবাসি ॥
কথা কয় প্রাণ বন্ধে,
যখন হাসি হাসি ।
দেখিয়ে তাঁর রূপের বাহার,
আইসে মোর বেহুশী।
পিরীত আজব চিজ্জ
গতের প্রধান ॥
পিরীত করা প্রেমিকেরা,
ছাড়িয়ে কুল মান ।
পিরীতি রত্ন কর যত্ন,
পিরীতি জানিয়া সার ।
পিরীত ভাবে পাইবায়,
বন্ধুয়ার দিদার ॥
হাছন রাজায় পিরীত করিয়া,
বন্ধুয়ারে পাইয়া।
এই কথা হাছন রাজা,
ফিরে গাইয়া গাইয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...