সোনা বন্ধের লাগিয়া byবাউলা মন -সেপ্টেম্বর ১৫, ২০২৩ সোনা বন্ধের লাগিয়াহাছন রাজা হইল ফানা।রঙ্গে রঙ্গে গাইতে আছেকতই যে গানা ॥প্রেমে মত্ত হাছন রাজাহইল রে দেওয়ানা ।হাছন রাজায় মানে না তোরকাট মুল্লার মানা ॥নাচে নাচে হাছন রাজা,হাতে দেয় রে তালি ।বন্ধের বাড়ীর মানুষ আইলেকরে কোলাকুলি ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...